ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের ৩০তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০২-২৫ ১৪:১১:২১

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২৫শে ফেব্রুয়ারী সাহিত্য উন্নয়ন পরিষদের ৩০তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 সাহিত্য উন্নয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের মুখপত্র নীল সবুজের ঢেউ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

 পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বর্ষিয়ান সাংবাদিক অধ্যাপক মোঃ ইজাজুল হক, অধ্যাপক হাজারী আবুল হাশিম, অধ্যাপক মোঃ সহিদুর রহমান, সাপ্তাহিক অনুসন্ধান সম্পাদক বাবু মল্লিক, ছড়া ছন্দ চিত্রকলা কাব্যগ্রন্থের লেখক ইমাম উদ্দিন আহমেদ ইমন, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও গাজা থেকে বাংলাদেশ-আবরার ফাহাদ থেকে হালাস কাব্যগ্রন্থের লেখক সামছুন জাহান আকতারী প্রমূখ বক্তব্য রাখেন।

 সকাল ১০টায় শিক্ষার্থীদের সমন্বয়ে হামদ-নাত-গজল ও কবিতা প্রতিযোগিতা এবং বিকালে সাহিত্য আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি কবি আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, কবি মোল্লা মাজেদ, কবি ও নাট্য ব্যক্তিত্ব মোঃ এবাদত আলী শেখ, সাংবাদিক সেলিম মাহমুদ, বিশ্বভরা প্রাণ সংগঠনের সভাপতি মোঃ আতাউর রহমান, কবি সুজয় পাল পাংশা, রাজবাড়ী, মাগুড়া ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের অর্ধশত লেখকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ