রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ২৫শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক ও দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ।
সিংগা নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শেখ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল শেখ, বিশিষ্ট সমাজসেবক ওমর আলী, বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম ও নিকবর বেপারী উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, এই স্কুলটি আপনাদের। এই স্কুলের শিক্ষার্থীরা আজকে ঢাকায় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। কাজেই আপনারা আপনাদের শিশুকে পরিপাটি করে প্রতিদিন স্কুল পাঠাবেন। তাদের প্রতি খেয়াল রাখবেন। এই স্কুলের শিক্ষার্থীরা যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবেই তখনই আমাদের স্বার্থকতা সফল হবে।