রাজবাড়ী জেলার গোয়ালন্দে তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল ২৫শে ফেব্রুয়ারী সকালে যুবক মাসুদ সরদার (৩৫)কে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুদ গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৫শে ফেব্রুয়ারী সকাল পৌনে ১০দিকে মাসুদ রিক্সাযোগে গোয়ালন্দ পৌর শহরের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে পৌছালে পেছন থেকে অটোরিকশা যোগে এসে ৪/৫ জন দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এমন অবস্থায় সে দৌড়ে লোটাস কলেজিয়েট স্কুলের ভিতরে ঢুকে গেলে হামলাকারীরা সেখান থেকে দ্রুত সটকে পড়ে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মাসুদের শাশুড়ি কুলসুম বেগম জানান, মাসুদ দৌলতদিয়া ঘাটে বাসে যাত্রী উঠানোর কাজ করে। হামলাকারীরাও একই কাজ করে। দুইদিন আগে মাত্র ৫০ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে হামলাকারীরা মাসুদকে কোপানোর হুমকি দেয়। সেই ঘটনার জের ধরে তারা সত্যিই আজকে মাসুদকে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে।
মাসুদের ছোট ভাই সাইদুল জানায়, হামলায় তার ভাইয়ের গলার একটি রগসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। বেলা সাড়ে ৪টা পর্যন্ত ৪ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। ৫ম ব্যাগ চলছিল। তখনও তার শরীর থেকে রক্ত ঝড়া বন্ধ হয়নি।
আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী করছি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।