ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে জেলা বিএনপির প্রয়াত নেতা আফছার সরদারের স্মরণ সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৫ ১৪:১৭:৩৬

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত আফছার আলী সরদারের স্মরণ সভা গতকাল ২৫শে ফেব্রুয়ারী বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের বদরুল সরদারের বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।

 স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।

 সভায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য শাহিন, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান শাহিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আতিক হোসেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল খালেক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদ, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সম্রাট, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খায়রু, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ