ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে মোবাইল কোর্টে মাদকসেবীর ৩ মাসের জেল
  • জুয়েল সরদার
  • ২০২৫-০২-২৫ ১৪:১৮:০১

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে মাদক সেবনের দায়ে মাদকসেবী আব্দুল মতিন শিকদার (৫০)কে ৩ মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। 

 গতকাল ২৫শে ফেব্রুয়ারী সকালে কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ শাহদাত মাহমুদ উল্লাহর নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার বোয়ালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বোয়ালিয়া গ্রামের মৃত জয়নাল শিকদারের ছেলে আব্দুল মতিন শিকদারকে তার নিজ বসত বাড়ী থেকে ট্যাপেনট্যাডোল ট্যাবলেট সেবন করার সময় হাতেনাতে আটক করার পর ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

 কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ শাহদাত মাহমুদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে অভিযান পরিচালনাকালে বোয়ালিয়া গ্রামের আব্দুল মতিন শিকদারকে তার নিজ বসত বাড়ী থেকে ট্যাপেনট্যাডোল ট্যাবলেট সেবন করার সময় আটক করা হয়। পরে মোবাইল কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

 তিনি আরো বলেন, মাদক নির্মূল করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ