ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা আয়োজনে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের জন্য উদ্বুদ্ধকরণ সেমিনার ও সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে ৭৮ জনের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৫শে ফেব্রুয়ারী বেলা ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সেমিনার শেষে চেক বিতরণ করা হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুন। মোঃ আনাস খানের সঞ্চালনায় এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রশিদ, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়েবী, সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মোঃ সিয়াম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রমজান মাস আমাদের সন্নিকটে। যাকাত কোন লজ্জার বিষয় না। ধনীদের সম্পদে গরীবদের হক রয়েছে। আপনারা আজকে যে সামান্য টাকাটা পেলেন এই টাকাটা আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য কোন কাজে লাগাতে পারেন কিনা দেখবেন। এই সামান্য টাকাটা দিয়ে সেলাই মেশিন, ছাগলের বাচ্চা, হাঁস-মুরগি ইত্যাদি কিনতে পারেন, অর্থাৎ আপনারা বিনিয়োগ করতে পারেন। যাকাত হচ্ছে এমন একটি জিনিস ধনীদের কাছ থেকে কিছু অংশ নিয়ে অস্বচ্ছলদেরকে স্বাবলম্বী করা। তবে আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। কাজের মাধ্যমেই কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারবো।
জানা গেছে, রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার অসচ্ছল ৭৮ জন নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে যাকাতের ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।