ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০২-২৫ ১৪:২০:১১

 “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। 

 দিবসটি উপলক্ষে গতকাল ২৫শে ফেব্রুয়ারী সকালে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালীতে জেলা প্রশাসক সুলতানা আক্তার অংশগ্রহণ করেন। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে’র সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(এস্টিমেটর) মোঃ নূরনবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাদ আহমেদের সঞ্চালনায় সভায় সরকারী কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় সরকার ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

 আলোচনা সভার সভাপতি স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে এবং অন্যান্য বক্তাগণ বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জনস্বাস্থ্য ও লোকাল গর্ভমেন্টের যে অর্গান রয়েছে প্রত্যেকের নিজস্ব সেবা আছে। আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবী-সমস্যার কথা শুনতে হবে। তা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। জনপ্রতিনিধিদের আচরণ দিয়ে উপকারভোগীর সন্তুষ্টি অর্জন করতে হবে। সেবা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। সেবা প্রদানের মাধ্যমে সরকারী দপ্তরগুলোর সাথে জনগণের মেলবন্ধন সুদৃঢ় হবে। স্থানীয় সমস্যার সমাধান ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উন্নয়নের লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ