সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকারী পদক্ষেপ গ্রহণ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে রাজবাড়ীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ।
গতকাল ২৬শে ফেব্রুয়ারী সন্ধ্যায় মশাল মিছিলটি শহরের আজাদী ময়দানে সংগঠনটির কার্যালয় থেকে বের হয়ে এক ও দুই নম্বর রেলগেট হয়ে প্রধান সড়ক ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী, শহর শাখার সাংগঠনিক সম্পাদক রুপম কুমার দে ও উপজেলা কমিটি সদস্য শাহরিয়ার দ্বীন প্রমুখ বক্তব্য রাখেন।
ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বলেন, “সারাদেশে চলমান অনিয়ম দুর্নীতি, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে এই সরকার কার্যকরী কোন ভূমিকা রাখতে পারছেনা। সরকারকে ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য সব কিছু বন্ধ করতে শক্ত অবস্থান নিতে হবে। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করার জন্য আহ্বান জানান।