ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে রাস্তা নির্মাণের বাঁধা দেয়ায় ৭জনকে পিটিয়ে আহত॥ইউপি সদস্য লিপু মন্ডল গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-২৬ ১৪:১১:৩৪

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ভোলাই মাতব্বর পাড়া এলাকায় জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

 এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ভুক্তভোগী মোছাঃ শিরিনা আক্তার(৫০) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে গোয়ালন্দ ঘাট থানায় গত ২৫শে ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করেন। 

 মামলার প্রেক্ষিতে প্রধান আসামী উজানচর পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিপু মন্ডল (৪৫)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।

 মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউপি সদস্য লিপু মন্ডল ও মামলার অন্যান্য আসামীরা জোর পূর্বক ভুক্তভোগী শিরিনা আক্তারের বাড়ীর ভিটের উপর দিয়ে রাস্তা নির্মাণ করে আসছিল। কাজে বাঁধা দিলে আসামীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায়ে বাদীর ভাগ্নে শামীম মোল্লা(২২) আসামীদের গালিগালাজের প্রতিবাদ করলে আসামীরা তাকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। মারপিট দেখে বাড়ীর মধ্যে থাকা অপর ভাগ্নে আলামিন, নাতি আসিফ, বড় ভাসুর  ছহের মিস্ত্রি, তার ছেলে আশরাফুল, ননদ জোসনা ও কমেলা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। 

 এ সময় শিরিনের দুই ননদের গায়ের জামা ছিড়ে তাদের শ্লীলতাহানি করে হামলাকারীরা। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা হুমকি দিয়ে চলে যায়।

 এ ব্যাপারে ভুক্তভোগী শিরিনা আক্তার বলেন, আমরা আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

 এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করে ১নং আসামীকে গত ২৫শে ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতার করা হয়। গতকাল ২৬শে ফেব্রুয়ারী দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ