রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়ে) জাইকার আওতায় ঞৎধরহরহম ঙহ ঊধৎঃযড়িৎশ ঋড়ৎ খঈঝ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে ফেব্রুয়ারী রাজবাড়ী এলজিইডির আয়োজনে উপজেলার মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস ও মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মাজবাড়ী ইউনিয়নের কোমরপুর বিল উপ-প্রকল্পের মাটির কাজের এলসিএস এর ১৫০ জন সদস্য অংশগ্রহণ করে।