ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা ও সন্ত্রাস প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৭ ১৪:৪২:১৭

রাজবাড়ী জেলাতে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা, সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৭শে ফেব্রুয়ারী দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) রাসেল মোল্লা বক্তব্য রাখেন।

 ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দিন আলোচনা করেন।

 সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুন।

 এ সময় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী কার্যালয়ের কর্মকর্তা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত শতাধিক ইমামরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান বলেন, একজন ইমাম একটি পাড়া বা মহল্লার নেতা। সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা, সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জুম্মার খুতবা বা যেকোনো ইসলামিক অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা, সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনের বক্তব্য দিতে হবে। একজন ইমাম একটি এলাকাকে মাদকমুক্ত করতে পারে। সন্ত্রাসী কর্মকান্ড দেখলেই সেটাকে বন্ধ করতে পারে বা প্রশাসনকে অবহিত করতে পারে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ