রাজবাড়ীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাহিনূর রহমানকে ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
গত ২৪শে ফেব্রুয়ারী রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
জানা গেছে, বিচারক মোঃ শাহিনূর রহমান ২০২১ সালের ১৩ই ডিসেম্বর রাজবাড়ী আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। এ জেলায় যোগদান করেই তিনি আদালত ও জেলা বার এসোসিয়েশনের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন। তিনি ৩ বছর ২ মাস ১৪ দিন জেলায় কর্মকালীন সময়ে ২ হাজারের অধিক মামলা নিষ্পত্তি করেছেন এবং ১১শত থেকে ১২শত সাক্ষী গ্রহণ করেছেন। এমনও দিন গেছে তিনি একদিনে ৪৮টি সাক্ষী গ্রহণ করেছেন। রাজবাড়ী জেলায় কর্মকালীন সময়ে তিনি যুগ্ম জেলা দায়রা জজ আদালত-২ এর পাশাপাশি অতিরিক্ত-১ম আদালত, হিসাব শাখা, নকল শাখাসহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব পালন করেছেন।
গতকাল ২৭শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলায় তার শেষ কর্মদিবস ছিলো। তিনি জেলায় ৩ বছর ২ মাস ১৪ দিন সুনামের সাথে জেলায় কাজ করেছেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাহিনূর রহমান ২০১০ সালের ১৭ই জানুয়ারী জুডিশিয়ারি সার্ভিসে যোগদান করেন। তার প্রথম পোস্টিং হয় চুয়াডাঙ্গা জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রট পদে। এরপর কুষ্টিয়া জেলার সিনিয়র সহকারী জজ, ঢাকা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকা সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর পদোন্নতি পেয়ে ২০২১ সালের ১৩ই ডিসেম্বর তিনি রাজবাড়ী আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে যোগদান করেন। বিচারক মোঃ শাহিনূর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।
বিদায়ী যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাহিনূর রহমান বলেন, রাজবাড়ী জেলায় কর্মকালীন সময়ে আমি সকলের সহযোগিতা পেয়েছি। চেষ্টা করেছি সততা নিয়ে কাজ করার। আমার পরবর্তী স্টেশন ঝালকাঠি জেলায়। সেখানেও যেনো আমি সততা নিয়ে কাজ করতে পারি এজন্য সকলের দোয়া কামনা করছি।