জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ সাগরের স্মরণে রাজবাড়ীতে শহীদ সাগর স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে ফেব্রুয়ারী বিকালে শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল গাফফার(হাজী) এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান ও শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন বলেন, আমি জানতে পারলাম ১৫ বছর পর রাজবাড়ী জেলা স্টেডিয়ামে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। প্রতি বছর এখানে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হোক সেটা আমি চাই। জেলা প্রশাসক এবং যারা এই খেলাধুলার আয়োজনে থাকেন তারা যেনো আমাদের এই সন্তানদেরকে সুস্থ বিনোদন উপহার দেওয়ার জন্য এই ধরনের আয়োজন অব্যাহত রাখেন। আমাদের সন্তানরা বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। বিভিন্ন কার্যক্রম করছে সেগুলো আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, কিশোর গ্যাং এর মতো অপরাধে জড়িত হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার করে অন্ধকারের দিকে চলে যাচ্ছি। এগুলো থেকে বের হয়ে আসার জন্য এরকম সুস্থ বিনোদনের বিকল্প নেই। সেজন্য আমরা এই খেলা ধুলার আয়োজন অব্যাহত রাখবো। যারা শিক্ষার্থী আছো তোমরা খেলাধুলার সাথে থাকো, পড়াশোনার সাথে থাকো। যে সমস্ত অনৈতিক কার্যক্রম রয়েছে সেগুলো থেকে বিরত থাকো। আমরা সব সময় অভিভাবকের মতো তোমাদের পাশে থাকতে চাই। আজকের এই খেলায় যারা বিজয়ী হয়েছে এবং যারা পরাজিত হয়েছে সবাই ভালো খেলেছে।
ফাইনাল খেলাতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে বনানী সংঘ রাজবাড়ী ১৮৩ রান করে। এর জবাবে ফেয়ারলেস ফাইটার কুষ্টিয়া ১৬৫ রানে অল আউট হয়ে যায়। ফলে চ্যাম্পিয়ন হয় বনানী সংঘ রাজবাড়ী।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিগণ।
এছাড়া শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে ৫জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব তাসিন বিন আতিয়ার তামিম, সদস্য মিরাজুল মাজিদ তুর্য্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।