ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে রোলেক্স ফুটবল দল চ্যাম্পিয়ন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-২৮ ১৩:৫৫:৪৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  

 ফাইনালে রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকেলে বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 বাহাদুরপুর ফারুক স্মৃতি নকশীকাঁথা আয়োজিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় পরে টাইব্রেকারে রোলেক্স ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে ভাই বন্ধু একতা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 ফাইনাল খেলার উদ্বোধন করেন মরহুম ফারুকের পিতা মোঃ শাজাহান খান। এদিন দুজন প্রাক্তন গুণী শিক্ষক মজিবর রহমান ও আজিজুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

 টুর্নামেন্টের আহ্বায়ক রেজিউল করিম রেজার সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ।

 এ সময় বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক মজিবর রহমান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৌড়বীদ মোঃ মজিদ খান, সাবেক খেলোয়াড় জিয়াউল হাসান টিটু, মোঃ সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলাম, রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

 ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক ফুটবলার সুলতান মাহমুদ সবুজ, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ জহুরুল ইসলাম। 

 পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে প্রাইজমানি ও মেডেল তুলে দেন অতিথিরা।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ