ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রমজান উপলক্ষে রাজবাড়ী বাজারে ভোক্তার অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০১ ১৪:৪৮:০৮

বিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 গতকাল ১লা মার্চ দুপুরে রাজবাড়ী শহরের বড় বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

 জানা গেছে, পৌর বাজার ও বড় বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে পান বাজারের সুকুমার স্টোরকে ২হাজার টাকা ও একই অপরাধে মাছ বাজার সড়কের ক্ষুদিরাম স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

 অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশের এএসআই মোঃ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ