ঢাকা মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
গোয়ালন্দে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-০২ ১৫:৩৯:০১

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ২রা মার্চ সকালে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

 আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

 উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে মোহিত হিরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

 

রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন
 কালুখালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
 গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ২শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সর্বশেষ সংবাদ