ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দির জামালপুরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৪ ১৫:১৫:৫৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 ইফতার ও দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
 জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন অনাড়ম্বর পরিবেশে দলীয় কর্মী ও সাধারণ মানুষের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতে। সেই নির্দেশনা মেনে জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ আমাদের এই দোয়া ও ইফতার অনুষ্ঠানে আসছেন।
 ইফতারের পূর্বে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলনা রফিকুল ইসলাম বুলবুল। 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ