ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নিষেধাজ্ঞা শেষে পদ্মা নদীতে জেলেদের ইলিশ ধরা শুরু॥বাজারে ক্রেতাদের ভিড়
  • হেলাল মাহমুদ/আবুল হোসেন
  • ২০২০-১১-০৫ ১৩:৩৮:২২
নিষেধাজ্ঞা শেষে পদ্মা নদীতে নেমেছেন জেলেরা। শুরু করেছেন পুরোদমে ইলিশ মাছ শিকার। কিন্তু দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে ইলিশের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশী -মাতৃকণ্ঠ।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ২২ দিনের সরকারী নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাজবাড়ী জেলার অন্তর্গত পদ্মা নদীতে নেমেছেন জেলেরা। শুরু করেছেন পুরোদমে ইলিশ মাছ শিকার।

  ২২ দিনের অলস সময় কাটানোর পর নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা আনন্দিত। যদিও ইলিশের মৌসুম শেষ হয়েছে। তারপরও গত কয়েক বছর শীতের সময় প্রচুর ইলিশ ধরা পড়ায় এবার জেলেদের ইলিশ শিকারের আগ্রহ আরো অনেক বেড়েছে। তবে গতকাল ৫ই নভেম্বর সকালে গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে গিয়ে দেখা যায়, ইলিশ মাছের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশী। মাছের দাম বেশী হওয়ায় অধিকাংশ ক্রেতাই মাছ না কিনে খালি হাতে ফেরত যাচ্ছেন। এ সময় ১ কেজি ও তার উপরের সাইজের প্রতি কেজি ইলিশ ১হাজার টাকায় এবং ৫শ’ গ্রামের উপরের সাইজের ইলিশ আকার ভেদে ৫০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। 

  দৌলতদিয়া মাছ বাজারের আড়তে মাছ কিনতে আসা আব্দুল মজিদ নামে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, মাছের অভিযান শেষ হওয়ার পর ভেবেছিলাম বাজারে অনেক ইলিশ মাছের আমদানী হবে-তাই মাছ কিনতে আসলাম। কিন্তু বাজারে এসে দেখলাম, মাছের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশী। ১ কেজির উপরের একটি ইলিশ মাছ ১৩শত টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি। 

  ইসমাইল হোসেন নামে একজন জেলে বলেন, সরকারীভাবে নিবন্ধিত জেলেরা নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য খাদ্য সহায়তা বাবদ ২০ কেজি করে চাল পেলেও এ কয়টা দিন পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনেই কেটেছে অধিকাংশ জেলে পরিবারের। তারা আশা করছেন, ২২দিন বন্ধ থাকায় এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। ফলে তারা ক্ষতি পুষিয়ে ধার-দেনা পরিশোধ করতে পারবেন।

  দৌলতদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, সরকার মা ইলিশ রক্ষা কার্যক্রমের ফলে পদ্মায় ইলিশের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তাই এ বছর জেলেরা সচেতন রয়েছে। তারা নৌকা-জালসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ইলিশ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছে। আশা করছেন সামনের দিনগুলোতে ব্যাপক ইলিশ ধরতে পারবেন।

  গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ বলেন, গত বুধবার মধ্যরাত (৪ঠা নভেম্বর দিবাগত) থেকে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা উঠে গেছে। আশা করা হচ্ছে, এ বছর মা ইলিশেরা নির্বিঘ্নে ডিম ছাড়তে সক্ষম হয়েছে। প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞাসহ পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশে ইলিশের উৎপাদন প্রতি বছরই বাড়ছে। এতে জেলেরাই লাভবান হচ্ছে।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ