রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক শাহনেওয়াজ পারভেজের যোগদান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমানের পিআরএলে গমন উপলক্ষে গতকাল ৪ঠা মার্চ বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলীম আল রাজীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ ও বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল করিম খান, একই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জিহাদ আনসারী, কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ফরিদপুর সরকারী ইয়াছিন কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু জাফর শেখ ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কল্লোল কুন্ডু বক্তব্য রাখেন।
এছাড়াও বালিয়াকান্দি সরকারী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম ও প্রভাষক সাবেরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।