ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ইসলামপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৫ ১৩:৪৩:৫৭

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে গতকাল ৫ই ফেব্রুয়ারী শহীদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোন্দকার ইজাজুল হক মনার সভাপতিত্বে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ সদরুল আমীন হাবিব, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোঃ মশিউল আজম চুন্নু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দ্দার, জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডঃ আব্দুর রাজ্জাক, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা এস এম মিজানুর রহমান বিল্লাল, বিএনপি নেতা মীর মনিরুজ্জামান বাবু, মোঃ হাবিবুর রহমান রাজাসহ  ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রত্যেক ঘরে ঘরে পৌছে দিতে কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে হবে।
 ইফতার পূর্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের জন্য দোয়া এবং তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়। 
 অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুল আলম সামী।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ