ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
কালুখালী উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৬ ১৩:৪৯:০০

রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে।
 গতকাল ৬ই মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কালুখালী উপজেলা বাংলাদেশ হাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
 জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মুসলিম হোটেলকে ২হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে পলাশ স্টোরকে ১ হাজার ও একই অপরাধে মনির ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 এছাড়াও তদারকি কার্যক্রম পরিচালনাকালে কালুখালী উপজেলার মোহনপুর বাজার ও বাংলাদেশ হাট এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ইফতার এবং খাদ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রিকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রিরোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
 অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী মোঃ আবু সাঈদ আলামিন ও জেলা পুলিশের এএসআই সূবর্ণা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ