ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৮ ১৪:০১:২২

 অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৮ই মার্চ বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার আফরোজা জেসমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারুক হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ হাফিজুর রহমান, থানা প্রতিনিধি এসআই আলামিন, ইসলামী ফাউন্ডেশনের ইনচার্জ মোঃ রশিদুল ইসলাম, এনজিও এ্যাসেডের নির্বাহী পরিচালক শাহজাহান সিদ্দিকী ও প্রশিক্ষণনার্থী জান্নাতুল ফেরদৌস কেয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ