অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল ৮ই মার্চ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর এবং গোয়ালন্দ পৌরসভার আয়োজনে উপজেলা চত্বর থেকে শতাধিক নারীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।
এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, গোয়ালন্দ পৌরসভার হিসাব রক্ষক মোঃ রেজাউল করিম, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক আরিফা আক্তারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন হাজী দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার ইতি।