ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন পালন
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৩-০৮ ১৪:০২:৫৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ মহিউদ্দিন মানিকের উপর হামলা-মারধরের প্রতিবাদে গতকাল ৮ই মার্চ সকালে পাংশা পৌরসভা কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
 হামলার শিকার হাফেজ মহিউদ্দিন মানিক মৌরাট ইউপির জীবননালা গ্রামের মোঃ আলাউদ্দিন মিয়ার ছেলে।
 জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান কবির, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম জাকির, রাজবাড়ী জেলা কুরআন শিক্ষা বোর্ডের সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল আলীম, রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা মোঃ ইয়াছিন বিশ্বাস ও রাসেল মাহমুদ, খোকসা উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও মৌরাট ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোঃ আবু আইয়ুব আনসারী প্রমূখ বক্তব্য রাখেন।
 বক্তারা পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ মহিউদ্দিন মানিকের উপর অতর্কিত হামলা-মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় তারা মজনু ও খোকনকে দায়ী করেন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন। মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 এ ব্যাপারে অভিযুক্ত মজনুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জীবননালা গ্রামের একটি হালটে টিআর প্রকল্পের রাস্তার কাজ চলছে। জায়গা নিয়ে দু’পরিবারের লোকজনের মধ্যে হাতাহাতি, কিল-ঘুষি, গোলযোগ হয়। গোলযোগে হাফেজ মহিউদ্দিন মানিক আহত হন।
 গতকাল শনিবার সকালে জীবননালা গ্রামে বসে বিরোধে জড়িত উভয় পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মীমাংসার বৈঠক চলে। মীমাংসা বৈঠকে ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক নিজে উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, গত ৬ই মার্চ দুপুরে জীবননালা গ্রামের মধ্যে একটি হালটে পাকা রাস্তা করার জায়গা নিয়ে প্রতিবেশি প্রতিপক্ষ মজনু গংদের সাথে গোলযোগের সময় হামলা-মারধরের শিকার হন হাফেজ মুহাম্মাদ মহিউদ্দিন মানিক। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ