ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে পুলিশের তল্লাশীকালে ফেন্সিডিল মাদককারবারী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৮ ১৪:০৪:০৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ১০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী মাহাবুবুল আলম নাছির (৩৫)কে থানা পুলিশ গ্রেফতার করেছে। 
 গত ৭ই মার্চ রাত পৌনে ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে পুলিশের চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।
 সে মানিকগঞ্জ সদর থানার উত্তর তরা(তরা বাজার এলাকার) আলাল উদ্দিনের ছেলে। 
 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় বাংলাদেশ হ্যাচারীর সামনে জাতীয় ঢাকা-খুলনা মহাসড়কে এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ পুলিশের চেকপোস্টে মাহাবুবুল আলম নাছিরকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ