ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও হ্যান্ড গ্রেনেডসহ ১জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৮ ১৪:১৭:৪৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকায় গত ৭ই মার্চ দিনগত রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ৪টি হ্যান্ড গ্রেনেডসহ শামসুল বিশ্বাস(৪০) নামক ১ব্যক্তিকে গ্রেফতার করেছে।
 গ্রেফতারকৃত শামসুল বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের সাদেক বিশ্বাসের ছেলে। সে একজন মুদি দোকানদার।
 জানা গেছে, গত ৭ই মার্চ দিনগত রাত সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া বিশ্বাসপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জয়নুল আবেদীনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান এবং ৪টি হ্যান্ড গ্রেনেডসহ শামসুল বিশ্বাসকে গ্রেফতার করে। পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।
 বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও হ্যান্ড গ্রেনেডসহ একজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। যাকে আটক করা হয়েছে সে একজন মুদি দোকানি। তার কাছে এগুলো কিভাবে এলো সেটি আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ