হৃদযন্ত্রের সামান্য অসুস্থতায়ও চিকিৎসার জন্য রাজবাড়ী জেলার রোগীদের যেতে হয় ফরিদপুর কিংবা ঢাকায়। তাইতো উন্নত চিকিৎসাসেবা পাওয়ার আকাঙ্খা রাজবাড়ী জেলাবাসীর দীর্ঘদিনের। এবার সেই আকাঙ্খা পূরণ হতে চলেছে এ জেলার মানুষের। প্রতিষ্ঠা হতে যাচ্ছে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা কেন্দ্র ‘হ্যাপি ডিজিটাল হার্ট সেন্টার’।
রাজবাড়ী শহরের অদূরে দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ২৭ শতাংশ জমির ওপর এ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বনামধন্য চিকিৎসক ডাঃ মোঃ রফিকুল ইসলাম। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক(কার্ডিওলজী) হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারীতে তিনি সরকরী চাকরি থেকে অবসরে যান।
ডাঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, গোপিনাথদিয়া এলাকায় আমি আমার জমির ওপর দুটি টিনসেড ঘর নির্মাণ করে ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন চিকিৎসা সেবা প্রদান করতাম। ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে আমি চাকরি থেকে অবসর নিয়েছি। এখন আমি আমার ওই জমিতে অত্যাধুনিক হার্টের হাসপাতাল (প্রস্তাবিত হ্যাপি ডিজিটাল হাট সেন্টার) এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের পরই নির্মাণকাজ শুরু করা হবে। এ হাসপাতাল থেকে গরীব, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে।