রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গতকাল ১০ই মার্চ বিকালে বেরুলী ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুর সালাম মিয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া ও জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বক্তব্যে রাখেন।