ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কালুখালীতে ছাত্রদলের মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১০ ১৬:১৬:০৩

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১০ই মার্চ বেলা ১১টায় কালুখালী সরকারী কলেজের সামনে কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধন চলাকালে কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মন্ডল, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ, কলেজর শিক্ষার্থী আফরিন, ইতি, কল্পনা ও শান্তা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরণের অপরাধ করতে সাহস না পায়। এছাড়া কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবী করেন আন্দোলনকারীরা।
 মানববন্ধনে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ