ঢাকা বুধবার, মার্চ ১২, ২০২৫
গোয়ালন্দে সকল প্রকার মাটি-বালু উত্তোলন বিক্রি ও পরিবহন বন্ধের ঘোষণা ইউএনও’র
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১১ ১৫:৩৯:৫৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে সকল প্রকার বালু উত্তোলন, বিক্রি বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
 গতকাল ১১ই মার্চ বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তাসনুভা মারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মুহম্মদ নজির হোসেন মোল্লা, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহবুবুল আলম জুয়েল ও সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন। 
 সভায় দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা হতে পদ্মা নদীর বালু অবৈধভাবে উত্তোলনের মাধ্যমে একটি পক্ষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং নদী ভাঙন ও পরিবেশ দূষনের বিষয়টি উঠে আসে। আলোচনা শেষে ইউএনও সকল প্রকারের বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধ ঘোষণা করেন। এছাড়া আসন্ন ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে পরিবহন সিন্ডিকেট, চুরি, ছিনতাইসহ যে কোন ধরনের নাশকতা বন্ধ করা, মাদক, ইভটিজিং, বাড়তি দামে পণ্য বিক্রি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।  
 সভায় ঈদে ঘরেফেরা মানুষের দৌলতদিয়া ঘাট থেকে বিভিন্ন যানবাহনে যাওয়ার জন্য মৌসুমী কাউন্টারের বিষয়ে আলোচনা হয়।

 

নারী-শিশু নির্যাতন ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবা ও স্বর্ণালংকারসহ চোরাকারবারী গ্রেফতার
গোয়ালন্দে সকল প্রকার মাটি-বালু উত্তোলন বিক্রি ও পরিবহন বন্ধের ঘোষণা ইউএনও’র
সর্বশেষ সংবাদ