পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
এ অভিযানে অংশ হিসেবে গতকাল ১৪ই মার্চ জেলার বালিয়াকান্দি উপজেলা বালিয়াকান্দি বাজারে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে চার দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
অভিযানে কাঁচা বাজারের বিভিন্ন দোকানে শসা, লেবু, বেগুনসহ অন্যান্য সবজির বিক্রিমূল্য যাচাই করা হয়। এছাড়া বিভিন্ন ফল ও মুদি দোকানে খেজুর, তরমুজসহ বেসন, তেল, ছোলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিক্রিমূল্য যাচাই করা হয়।
এছাড়া ইফতার সামগ্রী প্রস্তুতকারক দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে কি না তা মনিটরিং করা হয় এবং ইফতার সামগ্রীতে কৃত্রিম রঙ ব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে খাদ্যে টেক্সটাইল কালার(রাসায়নিক রঙ) ব্যবহার এবং বিক্রির দায়ে একাধিক ব্যবসায়ীকে সতর্ক করার লক্ষ্যে স্বল্পমাত্রায় জরিমানা করা হয়। সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শনের এবং পবিত্র মাহে রমজানে ন্যায্যমূল্যে দ্রব্যাদি বিক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, পবিত্র মাহে রমজানের শুরু থেকেই রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বালিয়াকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাদ্যে টেক্সটাইল কালার(রাসায়নিক রঙ) ব্যবহার ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধসহ কয়েকটি অপরাধে ৪টি দোকান মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, বালিয়াকান্দি উপজেলার বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারী এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করে।