রাজবাড়ী সদর থানা পুলিশ গত ১৩ই মার্চ রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানীবহ স্কুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পুড়িয়া হেরোইনসহ বিক্রেতা রিপন মুন্সী (৪০)কে গ্রেফতার করেছে।
গ্রেফতার রিপন মুুন্সী সদর উপজেলা বানীবহ গ্রামের আবুল খায়েরের ছেলে।
গতকাল ১৪ই মার্চ রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গত ১৩ই মার্চ রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানীবহ স্কুলপাড়া গ্রামে রিপন মুন্সীর বসত বাড়ীর আঙ্গিনায় মাদক ক্রয়-বিক্রয় করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় রিপন মুন্সীকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে ২০ পুরিয়া(২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।