রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রঞ্জিত শীলকে গতকাল ১৫ই মার্চ বিকেলে নগদ আর্থিক সাহায্য প্রদান করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
তিনি রঞ্জিত শীলের বাড়ীতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে তাকে ভবিষ্যতে প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, এনডিসি নাহিদ আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।