ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বসন্তপুর ইউনিয়নে ১৭১০ জনের মাঝে ভিজিএফ চাল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১৭ ১৫:১৭:০৬

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় ১৭১০ জনের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। 
 গতকাল ১৭ই মার্চ সকালে বসন্তপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার।
 এ সময় বসন্তপুর ইউনিয়নের ট্যাগ অফিসার রাজবাড়ী সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুর গফুর মোল্লা, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার মোল্লা, ইউপি সদস্য মোঃ জাহিদ শেখ, মোঃ শাহাবুদ্দিন মিয়া সেলিম, মোঃ আমিনুল হক মকু ও নারগিস আক্তার নীলা প্রমুখ উপস্থিত ছিলেন।
 বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্যে ঈদের আগেই সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ’র চাল সুন্দর ও সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৭১০ জনের প্রত্যেকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ