ঢাকা বুধবার, মার্চ ১৯, ২০২৫
রাজবাড়ীতে প্রশাসনের বাজার মনিটরিং অভিযানে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১৮ ১৪:৫০:০১

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। 
 এরই অংশ হিসেবে গতকাল ১৮ই মার্চ বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট সংলগ্ন ফলের দোকান ও রেল স্টেশন সংলগ্ন ইফতারির দোকান ও হোটেলসমূহে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
 অভিযানে ফলের দোকানসমূহে ক্রয়মূল্যের ভাউচার পরীক্ষা করা হয় এবং বিক্রয়মূল্যের সাথে পার্থক্য নিরূপণ করা হয়। ইফতারের দোকানসমূহে ব্যবহৃত তেলের মান পরিমাপক যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়। বিক্রেতাদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ ন্যায্য ও যৌক্তিক লাভে পণ্য বিক্রির করার পরামর্শ প্রদান করা হয়। ইফতার প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের মালিকদের বাসি ও পোড়া তেলে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার এবং পুরাতন পঁচা-বাসী খাবার বিনষ্ট করার পরামর্শ দেয়া হয়।
 অভিযানে বিভিন্ন অপরাধে দুই দোকান মালিককে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, পবিত্র মাহে রমজানের শুরু থেকেই জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার রেলগেট বাজার ও স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দাম রাখার অপরাধে ও একটি হোটেল অপরিচ্ছন্ন থাকায় দুই দোকানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন, ছাত্র প্রতিনিধি হাসিবুল ইসলাম শিমুলসহ জেলা পুলিশের টিম ও স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

রাজবাড়ী জেলায় চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সাড়ে ১৪ হাজার
রাজবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক দলের  ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
রাজবাড়ী সদর থানা পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার
সর্বশেষ সংবাদ