রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে গত ১৭ই মার্চ রাত ১১টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার সূর্য্যনগর গ্রামের মুসলেম সরদারের ছেলে আকাশ সরদার(১৯), সদর উপজেলার বড়চর বেনীনগর গ্রামের ইউনুচ সরদারের ছেলে মিনহাজুল সরদার(২০) ও সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের আজাহার মাষ্টারের ছেলে আতাহার(২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম নির্দেশনায় এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মৌসুমীর বাড়ীর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি নীল রংয়ের সুজুকি ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে গতকাল ১৮ই মার্চ দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালতে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।