ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১৯ ১৫:২৫:০৫

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ভেন্যু কেন্দ্র হিসেবে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভেন্যু কেন্দ্র বহালের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
 গতকাল ১৯শে মার্চ দুপুরে বালিয়াকান্দি সরকারী কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। 
 বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন শ্লোগানে বালিয়াকান্দি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের সাথে আসন্ন ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার্থীরাও অংশ গ্রহণ করে।
 সমাবেশে বালিয়াকান্দি সরকারী কলেজের শিক্ষার্থী রাহাত শেখ, সোহেল রানা, জিহাদ ভূইয়া, রনি, রাজন, অথৈ কুন্ডু, অনিকা তাসিন সুপ্তি, তন্নী, নিপা, উৎস, ইথুন ও সিজান প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা তাদের বলেন, বালিয়াকান্দি উপজেলা সদর থেকে সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্র প্রায় ১২ কিলোমিটার অবস্থিত। মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় যাতায়াতের অনেক অসুবিধায় পড়তে হয় পরীক্ষার্থীদের। সময় মত কেন্দ্রে যেতে পারে না শিক্ষার্থীরা। নিয়মিত যান চলাচল করে না। কলেজটির আশপাশে কোন আবাসিকের ব্যবস্থা নেই। দীর্ঘ পথে যানবাহনের ভাড়াও দিতে হয় দ্বিগুন। সড়কে দুর্ঘটনাও ঘটে প্রায়। যার সাক্ষী সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও সাবেক সহকারী কমিশনার(ভূমি) নিজেই। গত বছরে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে অনেক শিক্ষার্থী। উপজেলা প্রশাসন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সরকারী গাড়ীতে করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরীক্ষা দেয়ার ব্যবস্থাও করেছে। এতে পরীক্ষার্থীদের পরীক্ষার মনোযোগ হতে বিড়াম্বনায় পড়তে হয়। তারপর দুর্যোগের কারণে রাস্তায় পড়তে হয় বিড়ম্বনায়। ১২ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দেয়া অসম্ভব হয়ে পড়ে। অবিলম্বে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র বহালের জোর দাবী জানান তারা।
 সমাবেশ শেষে নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সাথে দেখা করে লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা এবং তাদের দাবীর কথা উপজেলা নির্বাহী অফিসার মনোযোগ সহকারে শোনেন।
 উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান তাদের দাবীগুলো বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং জেলা প্রশাসকের সাথে কথা বলে কেন্দ্র বহালের আশ্বাস দেন।

 

ঈদ যাত্রা নিরাপদ করতে দৌলতদিয়া  ঘাটে চারস্তরের পুলিশী নিরাপত্তা থাকবে--পুলিশ সুপার
উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ
বালিয়াকান্দিতে প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
সর্বশেষ সংবাদ