ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
ঈদ যাত্রা নিরাপদ করতে দৌলতদিয়া ঘাটে চারস্তরের পুলিশী নিরাপত্তা থাকবে--পুলিশ সুপার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-১৯ ১৫:৫৬:০৪

রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেছেন, যারা ঈদের ছুটিতে বাড়ীতে যাবে তাদের ঈদ যাত্রা নিরাপদ করতে দৌলতদিয়া ঘাটে পুলিশের চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেখানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যে কোন ধরণের চাঁদাবাজি বা ছিনতাই প্রতিরোধ করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
 গতকাল ১৯শে মার্চ দুপুরে তার নিজ কার্যালয়ে দৈনিক মাতৃকন্ঠের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
 পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, আমরা আজকে বাস মালিক সমিতির সমিতির দায়িত্বশীলদের সাথে আলোচনায় বসেছিলাম। তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা যাত্রীদের কথা চিন্তা করে এবার ঈদে ভাড়া বৃদ্ধি করবে না বলে জানিয়েছে। ভাড়ার বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক বাস টার্মিনালে ভাড়ার তালিকা টানিয়া দেওয়া থাকবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরিমানা করবে।
 পুলিশ সুপার বলেন, ঈদের ছুটিতে ঢাকা হতে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেবে জেলা পুলিশ। কোন অবস্থাতেই ঈদকে পুঁজি করে কোন প্রকার চাঁদাবাজি বা ভাড়া বেশি নেয়া যাবে না। তিনি যে কোন প্রয়োজনে জেলা পুলিশ রাজবাড়ীর সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
 তিনি আরও বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমাদের সার্বক্ষণিক থানাসহ পুলিশ লাইন্সের ৩১টি আভিযানিক টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ