ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
জাতীয় সমবায় দিবস উপলক্ষে কালুখালীতে র‌্যালী ও আলোচনা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১১-০৭ ১৫:৩৮:৩৫
৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কালুখালী উপজেলায় গতকাল ৭ই নভেম্বর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে গতকাল ৭ই নভেম্বর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  কালুখালী উপজেলা পরিষদ চত্বরে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সমবায় সমিতি ইউসিসিএ’র সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার নন্দী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চাঁদ আলী, সমবায়ী এসএম লিয়াকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা সমবায় কর্মকর্তা মহিউদ্দিন।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ