পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, দাদশী, বানীবহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গতকাল ২২শে মার্চ আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান শেখের সঞ্চালনায় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক শিকদার, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম, রাজবাড়ী পৌর বিএনপির সদস্য কাজী আরাফাত হোসেন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহাবুব আলম চৌধুরী, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির তত্ত্বাবধানে আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই পবিত্র মাসে আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবো। আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে জেলখানায় বন্দি করে রাখতে চেয়েছিল পারে নাই। তাকে হত্যা করার চেষ্টা করেছিলো পারে নাই। সৃষ্টিকর্তার আসীম কৃপা তাকে বাঁচিয়ে রেখেছে। আমরা তার জন্য দোয়া করবো যেনো তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের সেবা করতে পারেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে বড় দল। সেই বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবো যেন তিনি অচিরেই দেশে ফিরে এসে দল ও দেশের দায়িত্ব গ্রহণ করতে পারেন। আমরা এই ইফতার মাহফিল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবো। আল্লাহ তাআ’লা তাকে বেহেশত নসিব করুক।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে ছিলাম। বিগত ১৭বছর আমি আপনাদের সুখে-দুখে, বিপদে আপদে পাশে ছিলাম। আমি আপনাদেরকে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ফেস করেছি। গত ৫ আগস্টের পর ডঃ ইউনূসের নেতৃত্বে যে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা সেই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। একই সঙ্গে আমরা এই মঞ্চ থেকে তার কাছে দাবী করছি আপনি কারোর কথা শুনবেন না।
বিএনপি একটি বড় দল, একটি জনপ্রিয় দল। বিএনপির চাওয়া একটি ফ্রি ফেয়ার ইলেকশন। আমরা এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে দাবী করছি আগামী ডিসেম্বরের মধ্যে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করছি। আমরা আশা করি সেই জনগণের সরকার হবে বিএনপি সরকার। সেই সরকারের নেতৃত্ব দেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ আমি উন্নত রাজবাড়ী শহরের স্বপ্ন দেখে আসছি। আমি একটি দরিদ্র মুক্ত রাজবাড়ী শহরের স্বপ্ন দেখে আসছি। আমি একটি মানবিক রাজবাড়ীর স্বপ্ন দেখে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের মনোবাসনা পূরণ করে। আমি যেন আপনাদের সেবা করতে পারি। আমি দলের সেবা করতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে খোলা আকাশের নিচে বসে একসাথে ইফতার করতে পারিনাই। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে একত্রিত হতে দেয়নি। আমাদের নামে মামলা দিয়ে দিনের পর দিন জেল খাটিয়েছে। সৃষ্টিকর্তা এর বিচার করেছে। ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে। বর্তমানে দেশে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। আমরা তাদের কাছে দ্রুত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। তিনি দ্রুত সব সেক্টরে সংস্কার করে একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মঞ্জুরুল আলম।