রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র বহালের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।
বালিয়াকান্দি সরকারী কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে গতকাল ২৩শে মার্চ বেলা ১১টায় এ কর্মসূচী পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি সরকারী কলেজ চত্বর থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মনির আযম মুন্নু, ব্যবসায়ী আখতারুজ্জামান, বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আশিক, সরকারী কলেজের শিক্ষার্থী রাহাত শেখ, জিহাদ ভূইয়া ও অনিকা তাসিন সুপ্তি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলা সদর থেকে সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্র প্রায় ১২ কিলোমিটার দূরত্ব। মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় যাতায়াতের অনেক অসুবিধায় পড়তে হয় পরীক্ষার্থীদের। সময়মত কেন্দ্রে যেতে পারে না পরীক্ষার্থীরা। নিয়মিত যান চলাচল করে না। কলেজটির আশপাশে কোন আবাসিকের ব্যবস্থা নেই। দীর্ঘ পথে যানবাহনের ভাড়াও দিতে হয় দ্বিগুন। সড়কে দূর্ঘটনাও ঘটে প্রায়। ১২ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দেয়া অসম্ভব হয়ে পড়ে। অবিলম্বে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র বহালের জোর দাবী জানান। তাদের দাবী মানা না হলে আগামী ৯ই এপ্রিল দাবী আদায়ের লক্ষ্যে আবারো রাজপথে নেমে আন্দোলনের ঘোষণা দেন তারা।



