পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া ৪৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ২৪শে মার্চ সকাল ১০টায় গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন।
এ সময় পৌরসভার প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খানসহ অন্যান্য কর্মকর্তা ও ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।
চাল বিতরণের আগে পৌর প্রশাসক এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ গোডাউনের চাল পর্যবেক্ষণ করেন এবং ওজন ঠিক আছে কিনা তা পরীক্ষা করেন।
এ সময় ইউএনও বলেন, চাল বিতরণ প্রক্রিয়ায় কেউ যেন দুর্নীতি করতে না পারে, সে জন্য কড়া হুঁশিয়ারি দেন। এ সময় পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন ধরে চাল নিতে দেখা যায়।
উল্লেখ্য, প্রতিবছর ঈদুল ফিতরের আগে নিম্ন আয়ের মানুষের মাঝে পৌরসভা কর্তৃপক্ষ সরকারী ভিজিএফ চাল বিতরণ করে।