ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-২৫ ১৬:০৩:০৯

রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল ২৫শে মার্চ শহরের পৌর অনুপম সুপার মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
 নির্বাচনে সভাপতি পদে মোঃ ফরহাদ হক ও সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ মাহমুদ নির্বাচিত হন।
 এছাড়া কার্যকরী সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ মতিন শেখ, মোঃ আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক মীর মোকাররম হোসেন পান্নু, মোঃ কাজী নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ শেখ, কোষাধ্যক্ষ মোঃ শামীম মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আরিফ, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ শেখ, সড়ক সম্পাদক মোঃ হারুন মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ আঃ আলীম, কার্যকরী সদস্য মোঃ রিপন মোল্লা ও মোঃ রাসেল নির্বাচিত হন।
 নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোস্তাক, সদস্য সচিব হিসেবে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও সদস্য জাহিদুল হক রিপন দায়িত্ব পালন করেন।
 নির্বাচনে জয়লাভ করার পর রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নির্বাচিত সদস্যরা দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন এবং তাকে ফুলের তোড়া উপহার দেন। এ সময় তিনি নির্বাচিত সকল সদস্যকে ফুলের মালা পড়িয়ে দেন।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ