ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-২৫ ১৬:০৩:২৭

 রাজবাড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে গতকাল ২৫শে মার্চ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
 গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরে রেলগেটের শহীদ স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
 সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল ও জাসাসের সাবেক সভাপতি শেখ আব্দুর রউফ হিটু প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, আজকে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের নাম দিয়ে অথবা আওয়ামী লীগের নাম ব্যবহার করে নির্বাচন কমিশনে নিবন্ধন করার জন্য আবেদন করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যেই আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সেই আওয়ামী লীগকে নিবন্ধন তো দূরের কথা পুনর্বাসন করতে দেওয়া হবে না। আওয়ামী ফ্যাসিবাদ সরকার দীর্ঘ ১৭ বছর ছাত্র জনতার ওপর জুলুম নির্যাতন করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, গুম খুন করে মানুষকে জিম্মি করে তারা ক্ষমতায় টিকেছিলো। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে আমরা আর কখনো এই বাংলার মাটিতে পুনর্বাসন হতে দেব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে নেমে যাব। তাকেও আমরা আওয়ামী লীগের মতো ভারতে পাঠিয়ে দেবো। আগামী ৭দিনের মধ্যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই আওয়ামী লীগকে আমরা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না।
 এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, মুখপাত্র রাজিব মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ