ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের তিনটি ইউনিয়নে দোয়া ও বিএনপির ইফতার মাহফিল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-২৮ ১৯:৪৫:৫৯

 পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, মিজানপুর ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ২৮শে মার্চ সন্ধ্যায় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়া বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল ইসলাম চৌধুরী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান শেখের সঞ্চালনায় রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক শিকদার, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম, রাজবাড়ী পৌর বিএনপির সদস্য কাজী আরাফাত হোসেন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক সভাপতি গোলাম কাশেম, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 দোয়া ও ইফতার মাহফিলে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী।
 অনুষ্ঠানে বক্তারা বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ