হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পিঠের সাথে বড়শি বিঁধিয়ে শূণ্যে ঘুরলো দুই সন্ন্যাসী। ভগবান শিবের সন্তুষ্টি পেতে এই চড়ক পূজা করা হয়।
গত ১৫ই এপ্রিল বিকালে সন্ন্যাসীর পিঠে লোহার হুক(বড়শি) লাগিয়ে চড়ক গাছে ঝুলিয়ে ঘোরার এই দৃশ্য দেখতে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম ধর্মের শত-শত দর্শনার্থী ভিড় জমান বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের দক্ষিণ পাড়া রাধাগোবিন্দ মন্দিরে।
জানা যায়, বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈশাখের প্রথম দুই-তিন দিনব্যাপী চড়ক পূজার এই উৎসব চলে। তারই ধারাবাহিকতায় দুই বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে এখানে।
দেখা যায়, চড়ক পূজাকে কেন্দ্র করে দুই সন্ন্যাসীর পিঠে বড়শি বিঁধিয়ে চড়ক গাছে ঘোরানো হচ্ছে আর পাশেই দাঁড়িয়ে উপভোগ করছে শত-শত আগত দর্শনাথী।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে গ্রামীণ মেলা বসেছে। মেলাকে কেন্দ্র করেও সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দর্শনাথী সাথী ঘোষ বলেন, কয়েকবছর ধরেই এখানে চড়ক পূজা হয়। পুজাটি সত্যিই অনেক কষ্টের ও ধৈর্য্যর। সাধনা ছাড়া এমন কষ্টসাধ্য কাজ সম্ভব না।
আয়োজক কমিটি জানান, ভগবান শিবের আরাধনার জন্য সন্ন্যাসীরা তাদের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে নিজেদের সমর্পণ করেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে চড়ক দেখবার জন্য।