রাজবাড়ীতে জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে জুলাই শহীদ ও বিপ্লবী যোদ্ধাদের স্বীকৃতি প্রদান ও স্বৈরশাসকের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধকরণরে দাবীতে গতকাল ২৭শে এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও বিপ্লবী জুলাই যোদ্ধারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরশাসকের পতন ঘটিয়ে আমরা স্বৈরশাসক মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যে সকল শহীদের আত্মত্যাগ ও বিপ্লবী যোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সে সকল শহীদ পরিবার ও বিপ্লবী যোদ্ধারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বহন করে না এবং ভবিষ্যতেও করবে না। শহীদ পরিবার ও বিপ্লবী যোদ্ধারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার জন্য ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে সকল প্রকার কাজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও বিপ্লবী যোদ্ধাদের সুরক্ষার জন্য জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে জুলাই শহীদ ও বিপ্লবী যোদ্ধাদের স্বীকৃতি প্রদান ও স্বৈরশাসকের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধকরণ করতে হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, স্মারকলিপিটি আমি হাতে পেয়েছি। স্মারকলিপির কপিটি আমি যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে দিবো।
স্মারকলিপি প্রদানকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত আলতাব মাহমুদ, টোকন মন্ডল, হাসিবুল ইসলাম শিমুল, তুহিন, জামিল, আবু হানিফ, রাজিব ও এডঃ ফিরোজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।