ঢাকা রবিবার, মে ৪, ২০২৫
রাজবাড়ীতে জুলাই ঘোষণাপত্রে স্বীকৃতি প্রদান ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে স্মারক লিপি
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-২৭ ১৫:৫৭:২৬

রাজবাড়ীতে জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে জুলাই শহীদ ও বিপ্লবী যোদ্ধাদের স্বীকৃতি প্রদান ও স্বৈরশাসকের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধকরণরে দাবীতে গতকাল ২৭শে এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও বিপ্লবী জুলাই যোদ্ধারা।
 স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরশাসকের পতন ঘটিয়ে আমরা স্বৈরশাসক মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যে সকল শহীদের আত্মত্যাগ ও বিপ্লবী যোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সে সকল শহীদ পরিবার ও বিপ্লবী যোদ্ধারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বহন করে না এবং ভবিষ্যতেও করবে না। শহীদ পরিবার ও বিপ্লবী যোদ্ধারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার জন্য ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে সকল প্রকার কাজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও বিপ্লবী যোদ্ধাদের সুরক্ষার জন্য জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে জুলাই শহীদ ও বিপ্লবী যোদ্ধাদের স্বীকৃতি প্রদান ও স্বৈরশাসকের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধকরণ করতে হবে।
 জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, স্মারকলিপিটি আমি হাতে পেয়েছি। স্মারকলিপির কপিটি আমি যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে দিবো।
 স্মারকলিপি প্রদানকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত আলতাব মাহমুদ, টোকন মন্ডল, হাসিবুল ইসলাম শিমুল, তুহিন, জামিল, আবু হানিফ, রাজিব ও এডঃ ফিরোজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬জন গ্রেফতার
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষন মামলায় পাঁচুরিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত গ্রেপ্তার
মালিক-শ্রমিকের সুসম্পর্কে ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যায়----জেলা প্রশাসক
সর্বশেষ সংবাদ