ঢাকা রবিবার, মে ৪, ২০২৫
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষন মামলায় পাঁচুরিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-০৩ ১৬:২৭:৫৪

 বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত মল্লিক (৪৯)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
 গতকাল ৩রা মে দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান।
 গ্রেপ্তারকৃত মহাব্বত মল্লিক পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়ের মল্লিকের ছেলে।
 মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগনের ওপর আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে এবং তাদের ওপর আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। পরে গত ২রা সেপ্টেম্বর মোঃ জিসান হোসাইন খান(২১) বাদী হয়ে সদর থানায় ১৪ জনকে আসামী করে ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গত ২রা মে রাতে সদর উপজেলার ভান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহাব্বত মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।  তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজবাড়ীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬জন গ্রেফতার
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষন মামলায় পাঁচুরিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত গ্রেপ্তার
মালিক-শ্রমিকের সুসম্পর্কে ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যায়----জেলা প্রশাসক
সর্বশেষ সংবাদ