ঢাকা রবিবার, মে ৪, ২০২৫
পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৫-০৩ ১৬:২৯:১৬

রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গত ২রা মে বিকালে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে।
 পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন।
 টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার। পরিচালনা করেন পাংশা শিল্প ও বণিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন।
 উদ্বোধনী খেলায় পাংশা দত্ত সুপার মার্কেট ফুটবল একাদশ ৪-১ গোলে পাংশা থানা রোড ফুটবল একাদশকে পরাজিত করে।
 পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাংশার পাট্টায় প্রতিপক্ষের হামলায় বিএনপির কর্মী রাশেদুল নিহত
মোটর সাইকেলের সাথে ভ্যানের বডি দিয়ে আজব গাড়ী বানালো মন্টু মিয়া
বালিয়াকান্দির আলোকদিয়া থেকে  ৩৪০ পিচ ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ