রাজবাড়ী থানা পুলিশ গতকাল ৩রা মে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৬বছরের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬জন আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মাদক মামলার ৬বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মৃত শামসুদ্দিন খানের ছেলে তারা খান, শিবরামপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আঃ রব মোল্লা, একই গ্রামের মজনু মোল্লার ছেলে কাইয়ুম মোল্লা, মৃত মহর মোল্লার ছেলে হানিফ মোল্লা, মৃত মহর মোল্লার ছেলে মজিবর রহমান ও তার ছেলে আলিম মোল্লা। আসামীদের তাদের নিজ বসতবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী সদর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ৬বছরের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।